সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ——-সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ০১:৪৯ অপরাহ্ণ
সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ——-সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উদযাপন

 

 

 

সিলেট জেলা সংবাদদাতা::

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল চৌধুরী বলেছেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী সিলেট তথা সারা দেশের মানুষ অত্যন্ত আনন্দ এবং শান্তিপূর্ণভাবে পালন করেছেন।

 

শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শুভ জন্মাষ্টমী ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ শ্রীহট্ট এর উদ্যোগে জন্মাষ্টমীর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিলেট জেলার ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন।

 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক এ্যাড. দেবব্রথ চৌধুরী লিটন, মহালয়া উদযাপন পরিষদ সিলেটের প্রধান সমন্বয়কারী স্বপন চক্রবর্তী, যুগ্ম সমন্বয়কারী নিরঞ্জন চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, যুগ্ম সম্পাদক দীপন আচার্য্য।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুসেন্দ্র চন্দ্র সরকার, রঙ্গলাল বিশ্বাস, পুলিন চন্দ্র রায়, অধ্যাপক অনিরুদ্ব বিশ্বাস, সিতাংশু বিশ্বাস, ললিত মোহন বিশ্বাস, তপন দাস, ময়না সরকার, পুলিন সরকার, ক্ষীতিশ সরকার, ডা. বিমল কান্ত সরকার, ডা. রমা কান্ত বিশ্বাস, অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, শ্যামল চন্দ্র রায়, মনোরঞ্জন বিশ্বাস, অনিল বিশ্বাস, রানু বিশ্বাস, বিজয় বিশ্বাস, দশরথ সরকার, অধ্যাপক বীণা সরকার, বাসন্তী নন্দী, রীনা সরকার, এ্যাড. অখিল বিশ্বাস, প্রাণেশ লাল বিশ্বাস, ডা. সুনির্মল বিশ্বাস, সঞ্জয় সরকার (অসীম), সবুজ বিশ্বাস, কানাই বিশ্বাস, কাজল সরকার, সুজন সরকার, অনিল চন্দ্র বিশ্বাস, রনদা প্রসাদ মল্লিক, সজল সরকার, কনক শোভন সরকার, অঞ্জন সরকার, নিখিল নম:, সঞ্জনা বিশ্বাস, পলাশ বিশ্বাস, রজত বিশ্বাস, চাঁনমনী বিশ্বাস, সুদর্শন বিশ্বাস, জীবন শুভ্র সরকার, গৌর মনি বিশ্বাস, নীল মনি বিশ্বাস, সুভাস সরকার, নিরেশ নম, অনিল বিশ্বাস।

 

দিন্যাব্যাপি অনুষ্ঠানমালার মধ্যে ছিল- কবি পুলিন রায়’র সম্পাদনায় ও পরিচালনায় প্রকাশনা সারথি’র মোড়ক উন্মোচন, সিতাংশু বিশ্বাস’র পরিচালনায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, জ্যোতি মোহান বিশ্বাস এর পরিচালনায় দরিদ্র মেধাবী ছাত্রদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অজয় বিশ্বাস এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাচু মোহন বিশ্বাস ও অরুন কুমার বিশ্বাসের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী জ্যোতি মোহন বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন