সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উপলক্ষে সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ জকিগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) উপজেলার মুলিকান্দি গ্রামের শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রম থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি পল্লীশ্রী বাজার প্রদক্ষিন শেষে পুনরায় আশ্রমে এসে শেষ হয়।
শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি ভট্টাচার্য।
ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক মেম্বার রনজিত বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সিতেন্দ্র দাসের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কাশ্যপ কল্যান পরিষদের উপদেষ্টা সনাতন রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি সজল কুমার সিংহ।
বক্তব্য রাখেন অসিত শর্ম্মা, নবেন্দু রায়, সাবেক মেম্বার আনন্দ মোহন বিশ্বাস, বনমালী রায়, অমিত সরকার, সাবেক মেম্বার অবন্য বিশ্বাস, শিপুল বিশ্বাস, হর কুমার বিশ্বাস, অরুন বিশ্বাস, ডা. দিলীপ রায়, হরিলাল রায়, উজ্জ্বল রায়।
উপস্থিত ছিলেন অসিত শর্ম্মা, বিরেশ রঞ্জন রায়, সুধীর রঞ্জন রায়, রাকেশ বিশ্বাস, স্বপন বিশ্বাস, দৃষ্টি বিশ্বাস, মিন্টু দাস, হীরেন্ড দাস প্রমুখ।
গীতা পাঠ করেন পাঠক বিনয সরকার, বিশ্ব শান্তি কামনায় শত কন্ঠে বিশেষ প্রার্থনা অংশ নেন কেরাইয়া সনাতনী গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ লীলা কীর্ত্তন পরিবেশন করেন রুবি রানী দাস।
কীর্ত্তন শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতি ও শ্রীমদ্ভগবতীয় আলোচনা ও বিশেষ পুজা অর্চনা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি