শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিস ফ্যাসেলিটেটর গ্রুপ ( পিএফজি) শ্রীমঙ্গলের ত্রৈ-মাসিক সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ই আগস্ট (রবিবার) মৌলভীবাজার সড়কস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ত্রৈ-মাসিক সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা ও শ্রীমঙ্গল উপজেলা শাখার দুপ্রক সভাপতি সৈয়দ নেসার আহমদ
সভাপতিত্বে ও স্থানীয় সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট এরিয়া কোঅর্ডিনেট , দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট ফিন্ড কো- অর্ডিনেটর আকলিম চৌধুরী।
বক্তব্য রাখেন স্থানীয় এ্যাম্বেসেডর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী, মীর এম এ সালাম ,কাজী আছমা জহির আহম্মদ। আশিদ্রোন ইউনিয়ন পরিষদের সদস্য মকসুদুর রহমান, এম এ রাহীম নোমানী, জহির উদ্দিন শামীম, সাংবাদিক রুবেল আহমেদ, সদস্য মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ নূর মোহাম্মদ, মোঃ আশরাফুল হোসেন , শিক্ষিকা ও সনাক সদস্য রহিমা বেগম, রিনা মজুমদার, নাজমুন নাহার লাভলি, খাইরুন নাহার লিপি ,ফারিহা তাবাসসুম, জাকরিন নাহার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ,আন্ত:ধর্মীয় সংলাপ কমিটির সদস্য মাও: এম এ রহিম নোমানি, পঞ্চায়েত সভাপতি নূর আহমেদ, নারী নেত্রী খাইরুন নাহার লিপি ,মনি আক্তার শাহিদা, সাংবাদিক নূর মোহাম্মদ সাগর, ফারিয়া সভাপতি দেবব্রত হাবুল, নারী ফোকাল প্রতিনিধি হিসেবে পিএফজি সদস্য ও উদ্যোক্তা শিরিন আক্তার। ভোটের মাধ্যমে নতুন করে কমিটি নির্বাচিত করা হয়।