সিলেট ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ণ
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টামূলক শাস্তির দাবিতে ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (১৬ আগষ্ট) দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে মানববন্ধনের আয়োজন করে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, যুগ্ম সাধারণ সম্পাক মিজানুর রহমান সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান, অর্থ সম্পাদক মোঃ মহিবুর রহমান, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ মনির, সাংবাদিক শাহ মোস্তুফা কামাল, মামুন চৌধুরী, মুহিন শিপন, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ বাবুল আহমেদ, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, যুবদল নেতা মোঃ রিপন মিয়া, আহমদ আলী, ছাত্রদল নেতা মিজানুর রহমান, কৃষকদল নেতা নাসির উদ্দিন সেলিম, সাংস্কৃতিক কর্মী শাহীন আহমে, সাংবাদিক ইনজামামুল হক নাঈম, শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা, সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান সরকারের প্রতি।

সংবাদটি শেয়ার করুন