সিলেট ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ণ
জৈন্তাপুরে সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার::

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ডে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গ্যাস ফিল্ড অডিটোরিয়ামে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমাম।

 

আলোচনায় অংশ নেন জৈন্তাপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার আনসার-ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা। সভায় চারটি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নানা দিকনির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ছিল অবৈধভাবে উত্তোলিত পাথরের তথ্য দ্রুত সেনাক্যাম্পে জানানো, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে অবহিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য সংক্রান্ত তথ্য সরবরাহ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান।

 

সভায় উপস্থিত প্রতিনিধিরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় সেনাক্যাম্প কমান্ডার সকল বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

 

কমান্ডার মেজর তাহমিদুল ইমাম বলেন, এই সমন্বয় সভার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বোপরি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন