সিলেট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, পৃথিবীতে যখনই অধর্মের বৃদ্ধি হয়, তখনই শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে এবং তিনি পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করেন। ভগবান শ্রীকৃষ্ণের কর্মময় জীবন সম্পর্কে আমাদের জানতে হবে। শ্রীকৃষ্ণের বাণী ও জীবনী আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলে জীবনকে সুন্দরভাবে সাজানো সম্ভব। শ্রীকৃষ্ণের জীবন ও বাণী থেকে শিক্ষা নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, শ্রীকৃষ্ণের ভক্তি ও প্রেম সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে সমাজের শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের জন্য কাজ করা সবার দায়িত্ব। একই সাথে আমাদেরকে অন্যায়, অবিচার ও অসংগতির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।
তিনি শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ সুরমার শিববাড়ীস্থ শ্রী শ্রী সর্ব্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠরক্ষী (শিবমন্দির) প্রাঙ্গণে পার্থ সারথী পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫১তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে দক্ষিণ সুরমা এবং ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সার্বজনীন জন্মাষ্টমী উপযাপন পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সার্বজনীন জন্মাষ্টমী উপযাপন পরিষদের সভাপতি বিশ^জিৎ চক্রবর্ত্তী অপন ও সহ-সভাপতি উজ্জ্বল রঞ্জন চন্দ্র এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক পিনাক কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাস, জেলার যুগ্ম সম্পাদক শৈলেন কর, মোগলাবাজার থানার সভাপতি মনমোহন দেবনাথ, দক্ষিণ সুরমা থানার সভাপতি দীপঙ্কর দাস, মোগলাবাজার থানা সেক্রেটারি বিশ^জিৎ দাশ, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি নিখিল মালাকার, রাজকুমার পাল রাজু, অর্পণ দাস, রিপন বৈদ্য, যশোদা রঞ্জন দাস যশু, রঞ্জন চন্দ্র পাল, প্রদীপ দে, সুজুক চন্দ্র, সুবোধ চন্দ্র, রিপন পাল, রুপক কর, ঝলক দেব, সঞ্জিব দত্ত, সুমিত দে প্রমুখ। সার্বজনীন জন্মাষ্টমী উপযাপন পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের প্রথম দিন শুক্রবার শোভাযাত্রার পাশাপাশি পদাবলী কীর্ত্তন, গীতা প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ ও ভক্তিমূলক গানের প্রতিযোগিতা অনুষ্টিত হয়। শনিবার অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরষ্কার বিতরণ এবং পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ অভিষেক অনুষ্ঠান।