সিলেট ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে পুলিশের অভিযানে আ’লীগ নেতা আতাউর গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫, ০৬:১৫ অপরাহ্ণ
তাহিরপুরে পুলিশের অভিযানে আ’লীগ নেতা আতাউর গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের বালিজুরী গ্রামের নবী হোসেনের ছেলে।

 

জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বালিজুরী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা নং-১১, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৪, ধারা ১৫(৩)/২৫D, The Special Power Act, ১৯৭৪–এর অধীনে মামলা চলমান রয়েছে। চোরাচালনের এ মামলাটি বর্তমানে তদন্তাধীন।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ‘গ্রেফতারের পর আতাউর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন