অনলাইন ডেস্ক : আগামী বছর ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই এবং ডিসেম্বর মাসেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
শুক্রবার দুপুরে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায় জুলাই আন্দোলনের শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
প্রেস সচিব বলেন, “পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনসহ সরকারের সব অঙ্গসংগঠন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। যারা সন্দেহের বীজ রোপণ করছেন, তাদের বলব—থামুন। রোজা শুরুর আগেই ভোট হবে।”
তিনি জানান, তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব কাজ দ্রুত শুরু হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সরকারের দায়িত্ব, আর সেই লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে।
পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার। জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আমরা নিশ্চিত, এই আলোচনার মাধ্যমে জাতি একটি ভালো শাসন ব্যবস্থা পাবে।”
ট্যাগস