সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বপ্নের ইতালির পথে বিভীষিকা: দালালদের ফাঁদে লাখাইয়ের যুবসমাজ

vicentewimble0
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫, ০২:১৫ অপরাহ্ণ
স্বপ্নের ইতালির পথে বিভীষিকা: দালালদের ফাঁদে লাখাইয়ের যুবসমাজ

লাখাই প্রতিনিধি: উন্নত জীবনের স্বপ্নে লাখাই উপজেলার শত শত যুবক জীবনের ঝুঁকি নিয়ে দালালদের মাধ্যমে অবৈধভাবে ইতালিতে পাড়ি জমাচ্ছেন। এই দুঃসাহসিক যাত্রায় অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন, কেউবা হারাচ্ছেন জীবন। এই মানবপাচারের নেপথ্যে দালালরা থাকলেও, বিশ্লেষকরা বলছেন—উচ্চাভিলাষী জীবন আর দ্রুত অর্থ উপার্জনের আকাঙ্ক্ষাই এই বিপদসংকুল পথের প্রধান কারণ।

 

দালালের ফাঁদে বন্দি জীবন ও নির্মম বাস্তবতালা খাইয়ের বহু পরিবার তাদের সন্তানকে স্বপ্নের ইতালিতে পাঠানোর জন্য লাখ লাখ টাকা খরচ করছে। কেউ জমি-জমা, বাড়িঘর বিক্রি করে নিঃস্ব হচ্ছে। কিন্তু বেশিরভাগেরই সফল হলেও,গুটিকয়েকজনের পরিণতি হয় ভয়াবহ। লিবিয়ার মতো ঝুঁকিপূর্ণ স্থানে দিনের পর দিন অনাহারে-অর্ধাহারে থেকে মাফিয়াদের হাতে নির্যাতিত হতে হয়। এরপরও যদি তারা ইতালিতে পৌঁছাতে ব্যর্থ হন, তখন দালালদের বিরুদ্ধে মানবপাচারের মামলা করা হয়।

 

আইন অনুযায়ী, মানবপাচার একটি গুরুতর অপরাধ। কিন্তু প্রশ্ন হলো, দালালরা কি জোর করে কাউকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে? না, বরং আমরাই উচ্চবিলাসী জীবনের লোভে দালালদের খুঁজে বের করি। সফল হলে দালালকে বাহবা দিই, আর ব্যর্থ হলে তার বিরুদ্ধে মামলা করি। এই দ্বৈত আচরণ সমাজে এক ধরনের নৈতিক সংকট তৈরি করেছে।

 

দায় কার? দালাল না উচ্চাকাঙ্ক্ষী যুবসমাজ?

 

অনেকে ইতালিতে পৌঁছানোর পরও তাদের পরিবার দালালদের বিরুদ্ধে মামলা করেছে, যা এই পুরো প্রক্রিয়ার দুর্বল দিককে সামনে এনেছে। এটি প্রমাণ করে, দালালদের মাধ্যমে অবৈধভাবে বিদেশে যাওয়াটা যেন একধরনের ‘জুয়া’। হেরে গেলে দালালকে দোষারোপ করা হয়, কিন্তু জেতার লোভটা থাকে সবার।

 

বিশেষজ্ঞরা মনে করেন, জীবনযুদ্ধে সফল হওয়ার অর্থ এই নয় যে জীবনের ঝুঁকি নিতে হবে। সন্তানকে উন্নত জীবনের সুযোগ করে দিতে গিয়ে অভিভাবকরাই তাদের ঠেলে দিচ্ছেন মৃত্যুর মুখে। সামান্য লাভের আশায় এই ভয়ঙ্কর পথে পা বাড়ানো এবং জীবনের ঝুঁকি নেওয়ার এই প্রবণতা আসলে এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত।

 

দালালি যেমন অপরাধ, তেমনি দালালকে স্বেচ্ছায় খুঁজে বের করে তার মাধ্যমে অবৈধভাবে বিদেশে যাওয়াটাও একটি বড় অপরাধ। তাই দেশের যুবসমাজকে বিদেশের মোহে না ভুগে দেশে কর্মসংস্থান তৈরি করা এবং সরকারের উচিত এ বিষয়ে সচেতনতা বাড়ানো।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!