সিলেট ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ০৩:২৪ অপরাহ্ণ
বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি উন্মোচন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের জার্সি। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র সহযোগিতায় অনুষ্ঠানটি মঙ্গলবার (১২ অগাস্ট) রাত ৮টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এমাদ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আলাউদ্দিন কাদের, সদস্য ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা ফুটবল দলের প্রধান কোচ রুহুল আমিন রাহুল, ক্রিড়া সংগঠক তারেক আহমদ খজির।

 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কামরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন