
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জ উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩আগষ্ট) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাপক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আগামী ১ সেপ্টেম্বর থেকে পুরো মাস ব্যাপী উক্ত টিকাদান ক্যাম্পেইন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় বিস্তারিত আলোচনা করেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। এতে, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইসলামিক ফাউন্ডেশন সহ ধর্মীয় প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী বৃন্দরা।
উৎসব মুখর পরিবেশ TCV টিকাদান কার্যক্রম সফল করতে উপস্থিত সকলেই আলোচনা সভায় অংশ গ্রহণ করেন ও মতামত প্রদান করেন।