সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ণ
গোয়াইনঘাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজারে বিএনপির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিএনপি’র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত  ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা, ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসম্পৃক্ততা জোরদার করা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে স্থানীয় বিএনপি  আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হেলাল উদ্দিন আহমদ। তিনি উপস্থিত জনসমক্ষে দলের ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য ও প্রয়োজনে গুরুত্বের ওপর জোর দেন।

হেলাল উদ্দিন আহমদ বলেন, ঘোষিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক ইশতেহার নয়, এটি দেশের মানুষকে ন্যায়, সমতা ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার। তিনি উল্লেখ করেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ করা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সিলেট-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি জনগণের সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যটন কেন্দ্র যেমন বিসনা-কান্দিকে উন্নত করার প্রতিশ্রুতি রাখেন।

এ ছাড়া ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মনাফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক ও জয়নুল্লাহ, যুবদল নেতা কয়েছ আহমেদ, মাহবুব আহমেদ ও আব্দুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের মিজানুর রহমান, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্র সংসদ নেতা রাকিবুর রহমান (সুনাম), বর্তমান সভাপতি আব্দুল কাদির (রাফি) ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী জিয়া পরিষদের সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট নিরসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ এবং জনগণের সেবা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন