
সিলেটের জৈন্তাপুরে চারিকাটা প্রগতি মিশন গ্রুপের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় চারিকাটায় এ আয়োজন করা হয়।
উপজেলা জাসাসের সভাপতি এম. আর. মামুন ও এম সি ছাত্রদল নেতা বদরুল আলমের যৌথ সঞ্চালনায়, সংগঠনের সভাপতি ও জাসাস জৈন্তাপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
তিনি বক্তব্যে বলেন, চারিকাটা প্রগতি মিশন গ্রুপের মতো সংগঠনগুলো সমাজে ঐক্য, শিক্ষা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক কাজে এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে কাজ করলেই সংগঠনের সাফল্য আসবে। তিনি সংগঠনের সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাফিজ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন চেয়ারম্যান ইন্তাজ আলী, ৩ নং চারিকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজ জালাল উদ্দীন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য হারিছ উদ্দিন, ৩নং চারিকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গুলজার আহমদ এবং ৩নং চারিকাটা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক হাজী আব্দুল করিম।
বিশেষ অতিথি আব্দুল হাফিজ বলেন, রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ালে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। চারিকাটা প্রগতি মিশন গ্রুপ ইতিমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।
সভাপতি আব্দুর রশিদ বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, বরং আমাদের দায়িত্বের নতুন শপথ। আগামী দিনে চারিকাটা প্রগতি মিশন গ্রুপকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠার পটভূমি, বিগত এক বছরের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।