
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেট বিভাগের একসময়ের দীর্ঘতম ধলাই সেতু এখন হুমকির মুখে। সেতুর নিচ থেকে বালু উত্তোলনের ফলে ধ্বংসের মুখোমুখি দাড়িয়ে আছে সেতুটি। এ সেতু রক্ষায় এবার সোচ্চার হয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার ধলাই সেতুর উপর এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর উপর নির্মিত সেতুটি ২০০৬ সালে উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এর পর থেকে পশ্চিম ধলাই তথা সিলেট শহরের সাথে সড়ক পথে সংযোগ হয় পূর্ব ধলাই ও উত্তর গোয়াইনঘাটের। জনগুরুত্বপূর্ণ এই সেতুটির পিলার ঘেঁষে এখন চলছে বালু উত্তোলন। ড্রেজার মেশিন দিয়ে নৌকায় লোড করা হয় এসব বালু।
মানববন্ধনে বক্তারা বলেন জনগুরুত্বপূর্ণ এই সেতুটির নিচ থেকে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে বালু উত্তোলন করে ধ্বংসের পায়তারা করছেন। বালু মহাল লিজ নিয়ে তিনি ধলাই সেতু ধ্বংস করছেন। বক্তারা এসময় বলেন প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। তারা লিজ গ্রহীতাদের সহযোগিতা করছে সেতু ধ্বংস করতে। প্রশাসন ব্রিজ রক্ষায় কোন ভূমিকা পালন করছে না। তাদেরকে বললেও তারা আসেন না।
ধলাই সেতু রক্ষা কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন আলম চেয়ারম্যানের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন ধলাই সেতু রক্ষা কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য জুয়েল আহমদ, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি এলাইছ মিয়া, যুবদল নেতা মানিক মিয়া, সোনা মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী, বিএনপি নেতা ইকবাল হোসেন, বজলু মিয়া, হারুন মিয়া, ঈসা তালুকদার, রুহান আহমদ প্রমুখ।