সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

এবার সিলেটে মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ণ
এবার সিলেটে মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় মাওলানা জুবায়ের আহমদ (৪৮) নামে এক মাদরাসা শিক্ষক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নয়ন পালাতক। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

 

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান জালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।

 

নিহত জুবায়ের আহমদ সিলেট নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের বড়গুল এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ডা. তানজিনা আহমেদ দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।

 

স্থানীয়রা জানান, বড়গুল গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে নয়ন মাদরাসার পাশেই মাওলানা জুবায়েরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। নয়নের বাবা আল আমিন সম্পর্কে নিহতের শালা হন।

 

জালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত নয়নকে গ্রেপ্তারে অভিযান চালছে। পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি বলে জানা গেছে।

 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে আজাদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ৭ আগস্ট কিনবিজ এলাকায় খুন হন ডালিম আহমদ নামে আরেক যুবক। আর গত শনিবার মধ্যরাতে গোলাপঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদল কর্মী রনি হোসাইন।

সংবাদটি শেয়ার করুন