সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

পূবাল পূবালী ব্যাংক গ্রাহকদের আস্থার প্রতীক : চৌধুরী মো. শফিউল হাসান

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫, ০১:২৪ অপরাহ্ণ
পূবাল  পূবালী ব্যাংক গ্রাহকদের আস্থার  প্রতীক : চৌধুরী মো. শফিউল হাসান

 

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান বলেছেন, পূবালী ব্যাংক গ্রাহকদের আস্থার প্রতীক। পূবালী ব্যাংক গত ৬৬ বছর ধরে আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যকটি অর্থনৈতিক ধাপে পূবালী ব্যাংকের অবদান ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর অর্থনৈতিক যে মন্দা ছিল এবং দেশের ব্যাংকিং সেক্টর অর্থনৈতিক দিক দিয়ে যখন ব্যর্থ হয়েছিলো সেই সময়ে পূবালী ব্যাংক শক্ত অবস্থানে ছিল। ভবিষ্যতে পূবালী ব্যাংক একই ধারাবাহিকতা বজায় রাখবে।

তিনি বলেন, এটি আমাদের ২৪১ তম উপশাখা। বর্তমানে পূবালী ব্যাংক প্রত্যেকটি ক্ষেত্রে গ্রাহকদের সহযোগিতা করে যাচ্ছে। সময়ের সাথে সাথে ডিজিটাল ব্যাংকিংয়ে এগিয়ে এসেছে। প্রত্যেকটি ব্রাঞ্চ এখন অনলাইনের আওতাধীন। গ্রাহকরা পিআই ব্যাংকিংয়ের মাধ্যমে সব ধরণের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে। তিনি গ্রাহকদের পর্যাপ্ত সুযোগ গ্রহণের জন্য পূবালী ব্যাংকে লেনদেন করার আহবান জানান।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পূবালী ব্যাংক পিএলসি ওসমানি মেডিকেল রোড উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট স্টেডিয়াম শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোহাম্মদ ফসিহ উদ্দিন মাহতাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পূর্ব অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক চৌধুরী ইস ফাকুর রহমান কোরেশী, সিলেট শাখার শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, ওসমানী মেডিকেল রোড উপশাখার ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, গ্রাহকদের মধ্যে সাবেক চেয়ারম্যান এম. এ রশিদ।

এছাড়াও অনুষ্ঠানে পূবালী ব্যাংকেংর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন