ডেস্ক নিউজ ::
সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, ’দেশ, জাতি ও এলাকায় উন্নয়নের স্বার্থে নেতাকর্মীদের সব বিভেদ ভুলে সবাইকে এক্যবদ্ধ হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিপক্ষে দলীয় যে নেতাই বিদ্রোহী প্রার্থী হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল শুক্রবার (৫ নভেম্বর ) রাত ৮ টায় জৈন্তাপুর উপজেলার ছয় নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী ও দলের নেতা-কর্মীদের সাথে চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভায় এ আ্হবান জানান । উপজেলার চিকনাগুল বাজারের আল মক্কাস্থ মার্কেট সম্মুখে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কামাল আহমদ বলেন আগামী ২৮ নভেম্বর উপজেলার পাঁচ টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়ী করতে এ আহ্বান জানান।
তিনি বলেন,’আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌকার বিজয় মানে দেশ, জাতি ও এলাকার উন্নয়ন। নৌকার বিজয় মানে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়। দল কাকে নৌকার মনোনয়ন দিয়েছে, তা আমাদের দেখার বা ভাবার দরকার নেই। নৌকার হয়ে আমরা কাজ করবো। দেশ ও এলাকায় উন্নয়নের স্বার্থে নেতাকর্মীদের সব বিভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কামাল বলেন, ’চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে দলীয় যে নেতাই বিদ্রোহী প্রার্থী হবে, সেসব নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক না। তারা এলাকার উন্নয়ন চায় না। তবে যারা এবার মনোনয়ন পান নাই। তাদেরকে দলের বিভিন্ন পদে মুল্যায়ন করা হবে।’
দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ’তৃণমুল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চত করবে আর ভোটে জয় লাভের পর চেয়ারম্যানরা দলীয় নেতাকর্মীদের ভুলে যাবেন। তা যেন না হয়।’
চেয়ারম্যান আরও বলেন, ’দেশ আজ উন্নয়নের পথে। উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল চক্রন্ত করছে। অপশক্তি যেন কোনভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে আমাদের সবাইকে স্বোচ্চার থাকতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সোহেল রানা এর পরিচালনায় সভায় বক্তব্য রাখছেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, সাংগঠনিক সম্পাদক নিপ্রেন্দ কুমার,নৌকার প্রার্থী তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, সদস্য আলী আহমেদ, বিশু বাবু,হেলাল আহমদ,বাদশা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক রহমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন,যুবলীগের সাবেক সভাপতি সেলাল আহমেদ, ইউসুফ আহমেদ সুজন,আওয়ামী লীগের সাংগটনিক সম্পাদক মানিক মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম মঞ্জুর,গ্যাস ফিল্ম লিমিটেড কর্মচারী লীগ সিবিএ সভাপতি হারুন রশীদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সদস্য জামাল আহমদ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এসকে কামাল, সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঈন আহমেদ, সহসভাপতি শাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ, যুবলীগ নেতা কামরান হোসেন, রহমান আলী,জাহিদুল ইসলাম,ছাত্রলীগ নেতা এমদাদ রাসেল, মঞ্জুর আহমেদ মুন্না, ইফতেখার,আলমগীর, আবু হুরায়রা, ফলিক আহমেদ, মাহবুব, মুকিদসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী।