ডেস্ক অনলাইন ::
পর্তুগালে পাঠানোর নামে জাল ভিসা দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে একজনকে গ্রেফতার করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ।
শনিবার (৯ আগস্ট) বেলা সোয়া ২ টার দিকে দক্ষিণ সুরমার তেতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত কলমদর মিয়া (৪২) দক্ষিণ সুরমার বিরাহিমপুর হাজিপুরের জাবিদ উল্লাহ'র ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছে মোগলাবাজার থানা পুলিশ । তার বিরুদ্ধে সিলেটে মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল সিলেট কোর্টে ও ঢাকা বিমানবন্দর থানায় পৃথক মামলা রয়েছে।
পুলিশ জানায়- ২০২৩ সালের ৭ আগস্ট, ২৫ অক্টোবর, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারী ও ১২ই মাচ বাদী ইয়াহিয়া আহমদ তুহিন এর কাছে কলমদর মিয়া প্রধান অভিযুক্ত ব্যক্তি পর্তুগালে রেস্টুরেন্ট ব্যবসার কথা বলে শ্রমিক নিয়োগের প্রলোভনে কোটি টাকা সংগ্রহ করে। এরকম ওসমানীনগরের ব্রাম্মনগ্রামের মিহির দেবনাথ, খয়রুল আলম, মধু মিয়া, সহ বিভিন্ন লোকজনের কাছে কোটি টাকার মত হাতিয়ে নেন।
প্রতারণার শিকার হওয়ার ব্যক্তিরা টাকা ফেরত চাইলে অভিযুক্ত কলমদর তাদেরকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর প্রতারনার শিকার হওয়া ব্যক্তিরা এসএমপি’র মোগলাবাজার, দক্ষিণ সুরমা ও ঢাকায় বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ আইনে একাধিক মামলা দায়ের করেন।
এ ব্যাপারে এসএমপির মিডিয়ার দায়িত্বে (অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত) সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মানব পাচার বিরোধী আইনে একাধিক মামলার আসামী কলমদর মিয়াকে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে। তাকে রবিবার কোর্টে প্রেরণ করা হবে।