সিলেট জেলা সংবাদদাতা ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মমনোনীত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসানের সমর্থনে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সংগঠনের সিলেট মহানগর ও সদর উপজেলা শাখার এক যৌথ নির্বাহী সভা আজ ৯ আগস্ট শনিবার রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।
সভায় সিলেট-১ আসনের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ এবং একটি নির্বাচন সমন্বয় কমিটি ও ৩টি বিভাগীয় কমিটি গঠন করা হয়। সমন্বয় কমিটির সদস্যবৃন্দ হলেন, আহবায়ক- মাওলানা শাহ আশিকুর রহমান, যুগ্ম আহবায়ক- আব্দুল হান্নান তাপাদার, কে.এম আব্দুল্লাহ আল-মামুন, মাওলানা নিজাম উদ্দিন, সদস্য সচিব- হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব- মাওলানা মনজুরে মাওলা, মাওলানা এ.কে.এম রফিকুজ্জামান, সদস্য- মাওলানা রওনক আহমদ, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাসুদ আহমদ, মাওলানা জুনায়েদ আহমদ, হাফিজ মাওলানা জাকারিয়া আল-হাসান, মাস্টার ফয়সল আহমদ, মুহাম্মদ মিজানুর রহমান, হোসাইন আহমদ, মাওলানা আব্দুর রহীম।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর থানা, ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন ভিত্তিক ব্যাপক দাওয়াত ও গণসংযোগ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বশীলদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।