সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ণ
দিরাইয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ দিরাইয়ে সেনাবাহিনীর অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওয়াসির (২৬)।

তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মোকতার মিয়ার ছেলে।

 

রবিবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর আসিফ রানা অনিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

দিরাই থানার ওসি তদন্ত উত্তম কুমার দাস জানান, সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর এলাকা থেকে ওয়াসির নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন