
সুনামগঞ্জ প্রতিনিধি:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে, গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে কলম বিরতি পালন করেছেন সাংবাদিকবৃন্দ। সুনামগঞ্জ প্রেসক্লাবের ডাকে রবিবার (১০ আগষ্ট) সকাল ১০টা থেকে বেলা চারটা পর্যন্ত জেলাজুড়ে এ কর্মসূচি পালিত হয়। কলম বিরতি কর্মসূচি পালন করতে সুনামগঞ্জ প্রেসক্লাবে অবস্থান করেন সাংবাদিকগণ।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ বলেন, সাংবাদিক তুহিন হত্যার নৃশংসতা দেখে দেশের সাংবাদিক সমাজ আজ শঙ্কিত, ভীত। এই ভীতিকর পরিস্থিতি দূর করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ শহীদনুর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান, সাংবাদিক সুলেমান কবির, ফোয়াদ মনি, শাহ মোহাম্মদ ফরহাদ।