সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অস্ত্র,গুলি ও ম্যাগাজিনসহ আরাকান যোদ্ধার নাটকীয় আত্মসমর্পণ

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫, ০৪:৩২ অপরাহ্ণ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে অস্ত্র,গুলি ও ম্যাগাজিনসহ আরাকান যোদ্ধার নাটকীয় আত্মসমর্পণ

আনোয়ার হোছাইন (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) এক সদস্য।

 

সোমবার (১১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের কাছে তিনি আত্মসমর্পণ করেন।

 

আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গ্যা (২১) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে। বিজিবি সূত্র জানায়, তিনি দীর্ঘদিন মিয়ানমারের মংডুর একটি আরাকান আর্মি ক্যাম্পে সক্রিয়ভাবে অবস্থান করছিলেন।

 

জীবন তঞ্চঙ্গ্যা আত্মসমর্পণের সময় একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন জমা দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ব্যক্তিগত নিরাপত্তার জন্য ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁর দাবি, বর্তমানে আরাকান আর্মির প্রায় ৩০০ সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসেছে এবং তারা যেকোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে এসে আত্মসমর্পণ করতে পারে।

 

এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

 

বিজিবি জানিয়েছে, আত্মসমর্পণকারী ও তাঁর কাছে থাকা অস্ত্র-গোলাবারুদ উখিয়া থানায় নিয়মিত মামলার মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!