
বিশ্বনাথ প্রতিনিধি ::সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে দীর্ঘ একুশ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।
এদিন প্রথম অধিবেশনে কলেজ অডিটোরিয়ামে এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাইমিনুল হক তপুর সঞ্চালনায় ও আহবায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদ।
এসময় কাউন্সিলে সভাপতি প্রার্থী খান মোহাম্মদ সামি, রাজিব হোসাইন, হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান নাঈম, সাধারণ সম্পাদক প্রার্থী এহসানুল হক তালহা, জুনেদুর রহমান জুনেদ, শাহ হুমায়ূন বক্তব্য রাখেন।
পরে কাউন্সিলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৬৩৯ জন ভোটারের মধ্যে ৩০১ জন ভোট প্রদান করেন। সেখানে ১৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি ও ২৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুনেদুর রহমান জুনেদ।
এছাড়া সভাপতি পদে রাজীব হোসাইন সাহিদ ৭৯ ভোট, হাবিবুর রহমান হাবিব ৪৮ ও হাবিবুর রহমান নাঈম ৪০ ভোট পেয়েছেন।
আর সাধারণ সম্পাদক পদে শাহ হুমায়ুন ১২ ও এহসানুল হক তালহা পেয়েছেন ৬ ভোট।
এমসি কলেজ ছাত্রদলের ২১ বছর পর এই কাউন্সিল হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৯ জন শুরুতে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটগ্রহণের সময় ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, একুশ বছর পর আজ সোমবাব (১১ আগস্ট) সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল। দীর্ঘদিন পরে কাউন্সিল হওয়াতে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছিল।
জানা যায়, সর্বশেষ ২০২১ সালের ১৮ জানুয়ারি সজিব আহমেদকে আহবায়ক ও মোহাইমিনুল হক তপুকে সদস্য সচিব করে এমসি কলেজ ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে এই কমিটির আহবায়ক বিদেশ যাওয়ায় প্রথম যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সাগরকে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়। এই কমিটিকে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিলেও ক্যাম্পাসে কোনো কার্যক্রম করতে পারে নি ছাত্রদল। যার কারণে শিক্ষার্থীদের কাছ থেকে অনেকটা খেই হারিয়ে ফেলেছিল ছাত্রদল।