সিলেট ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেট-তামাবিল মহাসড়ক চারলেন প্রকল্পে ভূমি অধিগ্রহণে আহ্বায়ক কমিটি

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ণ
সিলেট-তামাবিল মহাসড়ক চারলেন প্রকল্পে ভূমি অধিগ্রহণে আহ্বায়ক কমিটি

জৈন্তাপুর সংবাদদাতা ::  সিলেট তামাবিল  মহাসড়ক চার লেন উন্নতিকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্থানীয় মানুষের জনকল্যাণে ক্ষতিপূরণ নিশ্চিতের লক্ষ্যে  আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার (৯ আগষ্ট) রাত সাড়ে ৮টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উপহার কমপ্লেক্সে সেন্টারে তামাবিল সড়ক অধিগ্রহণ সদর-জৈন্তা-গোয়াইনঘাট কল্যাণ পরিষদের আয়োজনে মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে মাওলা ওলিউর রহমানকে আহ্বায়ক ও পারভেজ আহমদকে সদস্য সচিব করে আংশিক কমিটি গঠন করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, সিলেট তামাবিল  মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প আমাদের দীর্ঘদিনের প্রত্যাশার আলো।  এই প্রকল্প বাস্তবায়নের কারণে যাদের জমি অধিগ্রহণ করা হবে।, তারা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। এই প্রকল্পের আওতায় স্থাপনা ও ভূমি অধিগ্রহণ করা হলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নিয়ম রয়েছে সরকারের ।

উন্নয়ন প্রকল্পে জনগণের স্বার্থ, ন্যায় সংগত ক্ষতিপূরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন ও স্থানীয় ভুক্তভোগীরা যাতে সরকারের পক্ষ থেকে তাদের সঠিক ক্ষতিপূরণ পায় সে বিষয়টি   নিশ্চিত করতে আমরা প্রাথমিকভাবে দুই জন দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি।

সভায় নেতৃবৃন্দর আরও জানান পরবর্তী সভায় প্রয়োজনমত এই কমিটি আরও পড় পরিসরে আনা হবে। এই কমিটির মাধ্যমে ভবিষ্যতের সকল কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হবে।

এসময়ে সিলেট সদর ও জৈন্তাপুর উপজেলা ক্ষতিগ্রস্ত জমি ও স্থাপনা মালিক গন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন