হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (খেজুর গাছ প্রতীক) মুফতি এখলাছুর রহমান রিয়াদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার (১০ আগস্ট) বাদ মাগরিব গ্যানিগঞ্জ বাজারস্থ মডেল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু।
মতবিনিময়ে মুফতি এখলাছুর রহমান রিয়াদ বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম দেশের প্রাচীন রাজনৈতিক দলগুলোর একটি। দলের প্রবীণ নেতৃবৃন্দের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে আমি জনকল্যাণে কাজ করতে চাই। মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। এই পথে সাংবাদিক সমাজের সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “সাংবাদিক সমাজ হলো জাতির দর্পণ। সমাজের ভালো-মন্দ, অনিয়ম-অসঙ্গতি ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন। একটি ন্যায়ভিত্তিক ও সুস্থ সমাজ গঠনে তাদের অবদান অনস্বীকার্য।”
সভায় আরও বক্তব্য দেন জমিয়তের উপজেলা সভাপতি শায়েখ মাওলানা মখলিছুর রহমান, সহ-সভাপতি শায়েখ মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি আমীর আহমদ, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা শাহ সালেহ আহমদ, মাওলানা শাহ আলম, মাওলানা হোসাইন আহমদ ও মাওলানা ফরিদ আহমদ।
মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, দফতর সম্পাদক আনসার আলী, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ এবং সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ।