সিলেট ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৭ হিজরি

নিজ এলাকায় সমাহিত হলেন সেনা কর্মকর্তা তানজিম

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ণ
নিজ এলাকায় সমাহিত হলেন সেনা কর্মকর্তা তানজিম

অনলাইন ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার র্নিজনের (বিএ-১১৪৫৩) জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বেলা ১২টা ৪০ মিনিটে জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজা শেষে বেলা ১টা ১০ মিনিটে তার মৃতদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

 

পরবর্তীতে, জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে সন্ধ্যা ৬টায় নিজ বাড়ি জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে যথাযোগ্য মর্যাদায় দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন