
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সিলেট -৪ (জৈন্তাপুর -গোয়াইঘাট- কোম্পানীগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) বিকেল ৪-টায় উপজেলার চিকনাগুল ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চিকনাগুল বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এক মিছিল বের করেন মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আল মাসিম মার্কেট সম্মুখে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় তিনি বলেন,দেশের জনগণ আজ পরিবর্তন চায়, আর আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা। “এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”
চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজ উদ্দিন তেরা মিয়ার, সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াছ, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল মছব্বির, যুবদলের সাবেক সভাপতি আহমদ আলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাকিল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাহেদ আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, সুহেব আহমদ,সফিউল ইসলাম প্রমুখ।