সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে পুলিশ ও র‍্যাবের খাঁচায় কবির হত্যা মামলার ৪ আসামি

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫, ০৪:৫০ অপরাহ্ণ
দোয়ারাবাজারে পুলিশ ও র‍্যাবের খাঁচায় কবির হত্যা মামলার ৪ আসামি

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কবির উদ্দিন হত্যা মামলায় দুই সহোদরসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র তাজ উদ্দিন (৫৬) ও গেদা মিয়া (৫০), একই গ্রামের রসিক আলীর পুত্র আলী হোসেন (২৩) এবং মৃত ফজর আলীর পুত্র সুজন মিয়া (৪৪)।

 

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে সিলেট শহর থেকে প্রথমোক্ত আসামি তাজ উদ্দিনকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। একই রাত পৌনে ১টার দিকে সুনামগঞ্জ পৌর এলাকার ওয়েজখালী থেকে বাকি তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব- ৯। তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ২৩ জুলাই দুপুরে উল্লেখিত সোনাপুর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই গ্রামের নূর আলীর পুত্র কবির উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। সংঘর্ষে আরও আহত হয়েছেন আরো কয়েকজন। এ ঘটনায় পরদিন ২৪ জুলাই একই গ্রামের সিকন্দর আলীর পুত্র তেরা মিয়াকে প্রধান আসামি করে নারীপুরুষসহ ১৯ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যামামলা রুজূ করা হয়।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক চার আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের দ্রুত গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন