
সিলেটে বিশ্বমানের রন্ধনশিল্পী প্রশিক্ষণ পেয়েছেন ১০০ জন শিক্ষার্থী। দীর্ঘদিন প্রশিক্ষণ শেষে তাদের হাতে এ সনদ তুলে দেয়া হয়। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সিলেট লামাবাজারস্থ নিজ কার্যালয়ে টমি মিয়া‘স হসপিটালিটি ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষিত এ শেফদের হাতে সার্টিফিকেট তুলে দেন ইন্সটিটিউটের স্বত্তাধীকারী টমি মিয়া এমবিই।
এসময় তিনি বলেন, টমি মিয়া‘স হসপিটালিটি ইনস্টিটিউ এর মাধ্যমে ইতিমধ্যে কয়েক হাজার দক্ষ শেফ রন্ধন শিল্পী বের হয়ে এসেছেন, যাদের অনেকেই লন্ডনে কাজ করছেন। আগামী দিনের জন্য উন্নত বাংলাদেশের জন্যও প্রয়োজন দক্ষ জনবল সেই লক্ষে আমাদের এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের বিজনেস ডেভলপম্যান্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, এডমিন ম্যানেজার আবদুল্লাহ আল মাসুম, শেফ শিক্ষক কাওছার আহমদ, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার, অফিস অ্যাসিস্ট্যান্ট শফিকুল ইসলাম রুবেল, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট জামিল আহমদ প্রমুখ।