এম এ কাদির, বালাগঞ্জ :
সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপি গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আলোচনা সভার মঞ্চ ভোর রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। আনন্দ শোভাযাত্রা পরে আলোচনা সভা শুরু হওয়ার কথা( ০৫ আগস্ট) দুপুর ২টায়।
কিন্তু মঞ্চ জ্বালিয়ে দেওয়ায় ও থানা পুলিশের ভূমিকা নিয়ে সন্দিহান হওয়ায় ঘন্টাখানেক থানা ভেতরে অবস্থান নেয় উপজেলা বিএনপি ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ। পরে পোড়া মঞ্চেই আলোচনা সভা করে উপজেলা বিএনপি।
মঞ্চটি বালাগঞ্জ থানা থেকে ২০০ মিটার দূরে তৈরী করা হয়েছিল। এদিকে থানা পুলিশ জানিয়েছে, বিএনপির অনুষ্ঠান হওয়ার কথা এম.এ খান অডিটোরিয়ামে। মঞ্চ বানানোর বিষয়টি পুলিশ প্রশাসন জানেনা। জানলে দুই-চার জন পুলিশ ডিউটি করতো।
জানা গেছে, ফ্যাসিস্ট হাসিনা বিদায় ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দের আয়োজনে মঞ্চ নির্মাণ করা হয়েছে। আনুমানিক ভোর ৪ দিকে মঞ্চে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা। এদিকে মঞ্চে আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জামায়েত ইসলামের নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, উপজেলা মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন প্রমুখ। কিন্তু প্রশ্ন উঠেছে থানার ২০০ মিটারের মধ্যে বিএনপির মঞ্চ, আগুন দিল কে ?
উপজেলা বিএপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিদায় ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দের আয়োজনে মঞ্চ নির্মাণ করা হয়েছে। ডেভিলদের এমন কাজে আমাদের নেতৃবৃন্দ খুবই ক্ষুব্ধ। তাদেরকে শান্ত করার চেষ্টা করছি। পুলিশের ভূমিকা দেখে আমরা সন্দিহান, আশাহত!
সিলেট জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, বিএনপির মঞ্চে আগুন দিয়ে শান্ত বালাগঞ্জ কে অশান্ত করার পায়তারা করেছে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা। পুলিশের আশকারা পেয়ে বহু মামলার আসামী ডেবিলরা প্রকাশ্য চলাফেরা করছে, আজ আমাদের মঞ্চে আগুন দিয়েছে। প্রশাসন দ্রুত এর কোনো ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
পোড়া মঞ্চেই আলোচনা সভা করে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা কিছু করতে পারে নি। আর এরা তো পুটি, ট্যাংরা। রাতের অন্ধকারে যারা এই ঘৃনিত কাজটি করেছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়েছেন।
বালাগঞ্জ থানার ওসি তদন্ত ফয়েজ আহমদ বলেন, অগ্নি সংযোগের বিষয়ে কোনো অভিযোগ এখনো দেয়নি দায়িত্বশীলরা। অভিযোগ পেলে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে।