নিজস্ব সংবাদদাতা :: সিলেট নগরীর ৮নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী হেপী চৌধুরী অর্থায়নে অসহায় দরিদ্র নারীদের মধ্েয সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাতে মোহনা সমাজ কল্যাণ সংস্থার স্থায়ী ও প্রধান কার্যালয়ে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
সংস্থার সহ সভাপতি মো. মকবুল হোসেন খান এর সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক দেবজ্যোতি মজুমদার রতন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হেপী চৌধুরী।
বক্তব্য রাখেন মোহনা সমাজ কল্যান সংস্থার কার্যকরী পরিষদ এর সন্মানিত সদস্য সমাজ সেবক ফয়জুল হক, সহ সভাপতি রিপন এষ চৌধুরী, সিটি ফাউন্ডেশন এর সভাপতি আব্দুর রাজ্জাক রাজন, রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশন এর সভাপতি আতাউর রহমান সমছু, মাহমুদুল হাসান চৌধুরী সুমন।
উপস্থিত ছিলেন সহ সভাপতি নুরুল ইসলাম নুর, অর্থ সম্পাদক শাহেদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সঞ্চু দেব, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ, সহ অর্থ সম্পাদক সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, ধর্ম সম্পাদক জ্যোতিষ চক্রবর্তী, পাঠাগার সম্পাদক প্রশান্ত চন্দ লিটন, কার্যনির্বাহী সদস্য বনবীর রায়,নিপু দেব, শাবলু পাঠক, সুমিত দে, অপরেশ দাস, কমল রায়, সুজিত দত্ত, জুয়েল দাস প্রমুখ।