
জগন্নাথপুর, (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভূত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জুলাই চেতনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ। উপজেলা ইউআরসি কর্মকর্তা আহসান হাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, ১২ দলীয় জোটের এরশাদুল হক, সানোয়ার হাসান সুনু, জামাল উদ্দিন বেলাল, এনসিপির আলী হোসেন, ছাত্র-জনতার মধ্যে ইসমাইল হক, রাহিত বিন কামালী, আতিকুর রহমান, আরিফুর রহমান, আবদুল ওয়াদুদ প্রমূখ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, ব্যবসায়ী আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আলী জহুর,উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসাইন, পৌর জামায়াতের সভাপতি ওয়ালি উল্লাহ, সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়।