সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও পথসভা

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ণ
জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও পথসভা

জৈন্তাপুর ( সিলেট)  সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর  উপজেলা বিএনপি বিএনপি ও অঙ্গসংগঠনে উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

 

মঙ্গলবার (৫ আগস্ট)  বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের ঐতিহাসিক বটতলায় এসে  পথসভায় মিলিত হয়। নেতাকর্মীদের স্লোগান আর উপস্থিতি ঘিরে পুরো উপজেলা সদরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

 

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্কুর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। তিনি বলেন, গত বছরের পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রবিরোধী শাসনের অবসান এবং একটি জনগণের বিজয় অর্জিত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করতেই আজকের এই আয়োজন।

 

তিনি আরো বলেন, ছাত্র-জনতার এই বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা আরো দৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

 

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪ নম্বর দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও ৬ নম্বর চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, এডভোকেট নিজাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন