সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

মধ্যনগরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ণ
মধ্যনগরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি করেছে মধ্যনগর উপজেলা বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের দিকে র‌্যালিটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে উপজেলার মধ্যনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনের এসে শেষ হয়।

 

মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত এর সভাপতিত্বে উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল বাশার, মোশাহিদ তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন, মো. মুক্তার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. কামাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. সুজন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মো. গোলাম সাইফুল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর।

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির বিভিন্ন অংঘ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন