
সিলেটে অস্ত্র মামলায় ২১ বছরের সাজা প্রাপ্ত ও একাধিক মামলার আসামী জসিম উদ্দিন ওরফে জসিম আহমদকে (৪৩) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সকালে সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় ৪ টি মামলা রয়েছে এবং আরও ২ টি মামলায় সে তদন্তে অভিযুক্ত।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন ওরফে জসিম আহমদ (৪৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ধারা বহরের মৃত হিরা মিয়ার ছেলে।
র্যাব-৯ জানায়, সোমবার সকাল ৬ টার সময় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন মেন্দিবাগ পয়েন্টের জেলা পরিষদ মার্কেটের ভর্তাবাড়ী রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার এফআইআর নং-৭, তারিখ- ১৪ মার্চ, ২০১৭; ধারা- ১৯(ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন, জিআর ৪৩/১৭, প্রসেস নং-১৩১/২২ এর মূলে অস্ত্র মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে জসিম আহমদকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় ৪ টি মামলা রয়েছে এবং আরও ২ টি মামলায় সে তদন্তে অভিযুক্ত।
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।