জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
জৈন্তাপুরে ৩৬ জুলাই ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও পথসভা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জৈন্তাপুর উপজেলা শাখা।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা সদরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয়-স্তম্ভে এসে পথসভায় পরিণত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, (৩৬ জুলাই) ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। এটি ছিল কেবল নির্বাচনের জন্য নয়, বরং একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য। দেশে গ্রহণযোগ্য সংস্কার নিশ্চিত করতে হবে এবং গণহত্যার দায়ে ফ্যাসিবাদী শাসকদের বিচারের আওতায় আনতে হবে।
এসময় তিনি দেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ সকল প্রকার দুর্নীতি চূড়ান্তভাবে নির্মূলের দাবি জানান।
পথসভায় আরও বক্তব্য রাখেন থানা সূরা সদস্য নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া এবং ‘জুলাই আন্দোলন’-এর অন্যতম সংগঠক হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন সভাপতি নরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, চারিকাটা ইউনিয়ন সভাপতি কামাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, চিকনাগুল ইউনিয়ন সভাপতি তোফায়েল আহমদ, জৈন্তাপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামীম আহমদসহ অনেকে।
মিছিলে অংশগ্রহণকারীরা 'দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই,গণতন্ত্রের বিজয় চাই' ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচীকে উৎসবমুখর করে তোলে।