সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ণ
সিলেটে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

 

রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ ইং উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান পালন করা হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ওয়েলফেয়ার সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক, সিলেটের আয়োজনে

প্রবাসীদের অবদান ও দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) জনাব পদ্মাসন সিংহ। অনুষ্ঠানের শুরুতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিলেট এর সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব জুলাই অভ্যুত্থানে প্রবাসী ভাই বোনদের সরাসরি সমর্থন, রেমিট্যান্স শাটডাউন এবং সরকার পতনে গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি রেমিট্যান্স শুধু প্রবাসী পরিবারের জীবনমান উন্নত করেনা, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন। তাছাড়া প্রবাসী কর্মীদের নিরাপদ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং প্রবাসী সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারী উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সিলেট জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিন জন প্রবাসীর পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় ।

 

অনুষ্ঠানের একপর্যায়ে উন্মুক্ত আলোচনায় প্রবাস ফেরত কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন