সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

জুলাই মাস্টার্স মেমোরিয়াল হাফ ম্যারাথনে মো. আরিফ উদ্দিন ওলির ফিনিশিং পদক অর্জন

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ০৮:১৯ অপরাহ্ণ
জুলাই মাস্টার্স মেমোরিয়াল হাফ ম্যারাথনে  মো. আরিফ উদ্দিন ওলির ফিনিশিং পদক অর্জন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভয়েস ফর জাস্টিস আয়োজিত জুলাই মাস্টার্স মেমোরিয়াল হাফ ম্যারাথন ১০ কি.মি ফিনিশিং পদক অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেট ক্রীড়াবিদ মো. আরিফ উদ্দিন ওলি।

শুক্রবার (১লা আগস্ট) ম্যারাথনটি শাবিপ্রবি চত্ত্বর থেকে শুরু হয়ে সিলেট নগরীর পাঠানটুলা, গোয়াবাড়ি ও চা-বাগান প্রদক্ষিণ করে শাবিপ্রবির অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

ফিনিশিং পদক অর্জন শেষে মো. আরিফ উদ্দিন ওলি বলেন, “দৌড় শুধু পা দিয়ে নয়, স্বপ্ন দিয়ে হয়। আর সেই স্বপ্নই ছুঁয়ে যায় ইতিহাস।” ফিনিশিং লাইন ছিল না কেবল শেষের চিহ্ন, বরং এটি ছিল আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সাহসিকতার এক জ্বলন্ত উদাহরণ। তিনি বলেন, এই পদক কেবল সফলতার প্রতীক নয়, এটি আমার প্রতিদিনের আত্মত্যাগ আর নিষ্ঠার স্বাক্ষ্য।

মো. আরিফ উদ্দিন ওলি শুধু ম্যারাথনে নয়- বক্সিং, মার্শাল আর্ট, কারাতে, উশু, তাইকোন্ডো ও ইয়োগাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পদক অর্জন করেছেন। এই দৌড় তার ক্রীড়া জীবনের আরও একটি শক্তিশালী অধ্যায়। এই অর্জন কোন সাধারণ অর্জন নং, দেশের তরুণ প্রজন্মের জন্য একটি বার্তা। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন