বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় মাদক বিরোধী আইনে করা মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিনভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী দক্ষিনের নেওয়ার আলীর ছেলে সেলিম আহমদ আরফে মাসুম, অপর আসামী একই ইউনিয়নের কাঠালতলী উত্তরভাগ গ্রামের ফয়েজ উদ্দিন অরফে ফজলু ড্রাইভারের ছেলে সাজু আহমদ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর উপজেলার দক্ষিণভাগ এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছিল। মাদক বিরোধী আইনে বড়লেখা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। আদালতে তাদের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এই মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে জানান, আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।