সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্ত এলাকায় ১ কোটি টাকার বেশি চোরাচালানী মালামাল জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ০৬:০৭ অপরাহ্ণ
সিলেট সীমান্ত এলাকায় ১ কোটি টাকার বেশি চোরাচালানী মালামাল জব্দ

ডেস্ক নিউজ ::

সিলেট অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে চালানো অভিযানে প্রায় এক কোটি এগারো লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি টহল দল।

 

গোপন সংবাদের ভিত্তিতে ২ আগস্ট শনিবার বিভিন্ন সীমান্ত পয়েন্টে একযোগে চালানো এই অভিযানে বিজিবি সদস্যরা সোনারহাট, পান্থুমাই, তামাবিল, শ্রীপুর, বিছনাকান্দি, বাংলাবাজার, লাফার্জ ও কালাসাদেক সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, বাংলাদেশ থেকে পাচারকালে কিছু পণ্য ও পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেন।

 

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কারেন্ট জাল, রসুন, সুপারি, গরু, টমেটো, নাশপাতি, বাঁধাকপি, মদ ও বিয়ার। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় ধরা পড়ে আরও কিছু রসুন ও শিং মাছ। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি এগারো লক্ষ চার হাজার দুইশত পঞ্চাশ টাকা।

 

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার রোধে সার্বক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযানে গুরুত্বপূর্ণ সফলতা এসেছে বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার এই পবিত্র দায়িত্বে বিজিবি কখনোই আপস করে না। প্রতিটি সদস্য আন্তরিক নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। জনগণের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আটককৃত সকল পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

সীমান্তে রাষ্ট্রীয় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এমন সাহসী ও পেশাদার ভূমিকা স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন