সিলেট ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

তামাবিল মহাসড়কে ইজিবাইক চালকদের হঠাৎ ঘোরার প্রবণতা: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ণ
তামাবিল মহাসড়কে ইজিবাইক চালকদের হঠাৎ ঘোরার প্রবণতা: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ফাইল ছবি:

 

সুয়েব রানা জৈন্তাপুর:

সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কে প্রতিদিন অসংখ্য ইজিবাইক চলাচল করে। তবে আশঙ্কাজনকভাবে অনেক চালক পেছনের দিকে না তাকিয়ে হঠাৎ ঘুরে যান বা ইউটার্ন নেন। লুকিং গ্লাস ব্যবহার না করে কিংবা কোনো ইশারা না দিয়ে এভাবে দিক পরিবর্তন করায় প্রায়ই দুর্ঘটনা বা দুর্ঘটনার উপক্রম ঘটছে।

 

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই এমন দৃশ্য দেখা যায়। দ্রুতগতির বাস, সিএনজি ও মোটরসাইকেল হঠাৎ সামনে আসা ইজিবাইককে এড়িয়ে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটছে।

 

স্থানীয়রা অভিযোগ করেন, চালকদের বড় অংশই প্রশিক্ষণ ছাড়াই গাড়ি চালাচ্ছেন। তাদের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা নেই।

 

একজন যাত্রী জানান, ইজিবাইক হঠাৎ ঘুরে সামনে চলে আসে এবং পেছনে কী আসছে তা দেখে না। সাম্প্রতিক সময়ে বাসের সামনে এমন একটি ইজিবাইক গিয়ে দুর্ঘটনা ঘটার উপক্রম হয়।

 

এই পরিস্থিতিতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রাফিক বিভাগের নজরদারি বৃদ্ধি, সচেতনতামূলক প্রচারণা ও নিয়মিত প্রশিক্ষণ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

একটি ছোট অসতর্কতাই বড় প্রাণহানির কারণ হতে পারে। তাই চালকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়া জরুরি।

 

ঘোরার আগে লুকিং গ্লাসে পেছনের যানবাহন দেখে নিন, সিগনাল বা হাতের ইশারা দিন, হঠাৎ রাস্তায় ঘুরবেন না, নির্ধারিত স্থানে ইউটার্ন নিন, রাস্তার মাঝখানে না থেমে পাশে গিয়ে যাত্রী উঠানামা করুন, গাড়ির ব্রেক, লাইট ও গ্লাস নিয়মিত পরীক্ষা করুন, ট্রাফিক আইন মেনে চলুন এবং নিজের ও অন্যের জীবনের প্রতি দায়িত্বশীল হোন।

সড়কে জীবন রক্ষা সবার দায়িত্ব-আগে ভাবুন, তারপর চালান।

সংবাদটি শেয়ার করুন