
শফিকুল ইসলাম,মধ্যনগরঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) আছরের নামাজের পর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ( ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি উপরে) উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইউনূস মিয়া, প্রধান বক্তা শহীদ আয়াতুল্লাহ ইসলাম’র পিতা হাজী সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মধ্যনগরের পরিচালক জিয়াউর রহমান, মজিবুর রহমান সাগর, হাজি ওলী উল্লাহ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম-সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, কোষাধ্যক্ষ (অবঃ) সৈনিক মোঃ মুসাব্বির, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ কোষাধ্যক্ষ মোনায়ার হোসেন মুন্না প্রমুখ। মিলাদে দোয়া পরিচালনা করেন মধ্যনগর বাজার বড় জামে মসজিদের ঈমাম।