সিলেট ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেট ১ থেকে ৩ আসনে নেওয়ার প্রস্তাব প্রত্যাখান করে সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১, ২০২৫, ০২:৩২ অপরাহ্ণ
সিলেট ১ থেকে ৩ আসনে নেওয়ার প্রস্তাব প্রত্যাখান করে সভা

সিলেট ::

সিলেট সিটি কর্পোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডকে সিলেট সংসদীয় আসন ১ থেকে ৩ নেওয়ার প্রস্তাব প্রত্যাখান করে এক সভা শুক্রবার (১ আগস্ট) দক্ষিণ সুরমাস্থ বঙ্গবীর রোডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠান পর থেকে আমাদের এই ৩টি ওয়ার্ড সংসদীয় আসন সিলেট-১ আসনের সাথে আছে। আমাদের সকল ধরনের প্রয়োজনী কাগজপত্র সহ সব কিছুতে আমরা সিলেট-১ আসনের অধিনে রয়েছে। হঠাৎ করে এধরনের প্রস্তবনা সঠিক নয়। আমরা মনে করি এটি একটি ষড়যন্ত্রের অংশ। তাই স্থানীয়দের কথা চিন্তা করে এই প্রস্তাবনা আলোকে কোনো সিন্ধান্ত গ্রহণ না করতে এলাকাবাসী জোর দাবী জানাচ্ছি। যদি কোনো কারণে আমাদের সিলেট-১ থেকে ৩ সংসদীয় আসনে হস্তান্তর করার কোনো পরিকল্পনা করা হয়। তা হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করবে।

 

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় সভায় বক্তব্যে রাখেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল ও আখতার রশিদ চৌধুরী, সমাজ সেবা সম্পাদক ডা. এম এ হক বাবুল, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহানগর বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ২৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম ইমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হাবিব আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন