সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ০৫:০২ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত চক্রবর্তী (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বধ্যভুমি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়ন্ত কুমার চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার। তার বাড়ি সিলেটের কানাইঘাট এলাকায়। এই ঘটনায় সিপার উদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, আজ রাতে মোটরসাইকেল নিয়ে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসছিলেন তারা৷ বধ্যভুমির সামনে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিলো। মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। সেখানে দুজন রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে আছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!