সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় সেনাবাহিনির অভিযানে ডাকাতদলের সদস্য আটক উদ্ধার অস্ত্রসহ, কার্তুজ, রামদা

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ০৬:২২ অপরাহ্ণ
লোহাগাড়ায় সেনাবাহিনির অভিযানে ডাকাতদলের সদস্য আটক উদ্ধার অস্ত্রসহ, কার্তুজ, রামদা

মিজান, লোহাগাড়া চট্টগ্রাম (প্রতিনিধি)

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে ডাকাত তৌহিদ গ্রুপের সদস্য মোহাম্মদ নুরুল আমিন (৩০) নামের এক সদস্যকে আটক করা হয়েছে।

 

সোমবার (২৮জুলাই) ভোর ৫:০০ ঘটিকার সময়ে রাত্রিকালীন টহল চালানকালীন ডাকাত তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিনকে সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি জানতে পারে এই সময়ে পালানোর সময়ে তাৎক্ষণিক আসামিকে আটক করা হয়।

 

আটককৃত মোহাম্মদ নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদের পর লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন এর (৮নং)ওয়ার্ডস্হ চাকফিরানি আশ্রায়ন প্রকল্প সংলগ্ন একটি পরিত্যাক্ত টিনের বাড়ি হতে তল্লাশি চালিয়ে এক নালা এলজি ৩টি, কার্তুজ ও ৪টি দেশীয় তৈরি তৈরি রামদা উদ্ধার করা হয়।

 

আটককৃত ডাকাতদলের সদস্য মোহাম্মদ নুরুল আমিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডের খলিলুর রহমানের পুত্র।

 

লোহাগাড়ায় দায়িত্বরত আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়া কবির রুপক জানান, রাত্রিকালীন টহল চালানকালীন ডাকাত তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিনকে সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি জানতে পারে এই সময়ে পালানোর সময়ে তাৎক্ষণিক আসামিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর আসামির তথ্যমতে চাকফিরানি আশ্রায়ন প্রকল্প সংলগ্ন একটি পরিত্যাক্ত টিনের বাড়ি হতে তল্লাশি চালিয়ে এক নালা এলজি ৩টি, কার্তুজ ও ৪টি দেশীয় তৈরি তৈরি রামদা উদ্ধার করা হয়।

 

এসময়ে ক্যাম্প কামান্ডার আরো বলেন, আজ ১০ ঘটিকার সময় উক্ত ওয়ার্ডের রফিক মেম্বার কর্তৃক একটি জমি সংক্রান্ত বিষয় মিমাংসা করার জন্য নতুন পাড়া জামে মসজিদে বৈঠকের আয়োজন করে। এই সূত্র ধরে রফিক মেম্বারকে হত্যার উদ্দেশ্যে বিচারের উপর আকস্মিক হামলা করার জন্য ডাকাত তৌহিদ গ্রুপ সশস্ত্র অস্ত্র লোডিং করে রাখে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!