
ছতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে শিক্ষার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইসলামপুর ইউনিয়নের উদ্যোগে জামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রায় শতকরা ৭০ ভাগ অভিভাবক ও এলাকার মুরব্বিয়ানে কেরাম কে নিয়ে আজ ২৮জুলাই জামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল আজিজ সুজন এর সভাপতিত্বে ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সদস্য সাংবাদিক নাজমুল হাসান জুয়েল এর পরিচালনায় হুমায়ুন কবির এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মফিজুর রহমান,সহকারী শিক্ষিকা করিমা চৌধুরী।
স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য ও মৌলভীরগাঁও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন জামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপা সরকার, শারমিন আক্তার, মাজেদা বেগম,পারভিন বেগম, বিশিষ্ট মুরব্বি সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী সুনু মিয়া, সাবেক প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, মানিক মিয়া,আনোয়ার হোসেন, আবুল কালাম, ছমরু মিয়া, জসীম উদ্দিন প্রমুখ।
স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মোশাররফ হোসেন, জাহিদ হাসান রুহেল, হাজী বদরুল আলম, সাব্বির আহমদ, রুহুল মিয়া।