শান্তিগঞ্জ প্রতিনিধি :বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহসিকতার প্রতীক, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নায়নগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রতন কুমার (৭০) আর নেই।
গত শনিবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার উপস্থিতিতে এবং শান্তিগঞ্জ থানার পিএসআই (নি.) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।