সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতীয় উচ্ছেদ অভিযানে বিপাকে পড়ে দেশে ফিরছিলেন: সীমান্তে দালালসহ আটক ১১

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ০৩:৩০ অপরাহ্ণ
ভারতীয় উচ্ছেদ অভিযানে বিপাকে পড়ে দেশে ফিরছিলেন: সীমান্তে দালালসহ আটক ১১

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

 

শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বাতামোড়ল পান পুঞ্জিকা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। এছাড়া তাদের সহায়তাকারী সন্দেহে একজন দালালকেও আটক করা হয়েছে।

 

বিজিবির সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই সুনামগঞ্জ জেলার একটি বেদে পল্লীর বাসিন্দা। তারা প্রায় ছয় মাস আগে মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তবে সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া উচ্ছেদ অভিযান ও পরিস্থিতির অবনতি হওয়ায় তারা বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। ফেরার জন্য তারা স্থানীয় এক দালালের সহায়তায় রাতের অন্ধকারে অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিজিবির নিয়মিত টহলদল তাদের আটক করে।

 

বিয়ানীবাজার ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, “আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিদেশে অবস্থান, ফেরত আসা এবং দালালের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় যাচাই করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বড়লেখা থানার ওসি মাহবুব রহমান মোল্লা শনিবার সন্ধ্যায় জানান, অবৈধ পথে ভারত থেকে আসা দালালসহ আটক ১১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।আইনানুক প্রক্রিয়া শেষ করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!