জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২৫ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকা থেকে জগন্নাথপুর থানার মামলা নং-১৭, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় আসামি মনির মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি ১নং কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই লতিফনগর গ্রামের মৃত তুরাব আলীর পুত্র।
একই অভিযানে সিআর নং-৮/২৪ (জগঃ) মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর, ইউপি-আশারকান্দি, জগন্নাথপুরের বাসিন্দা। উক্ত মামলায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আট লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।
অন্যদিকে, সিআর-১৫৭/২৩ (জগঃ) মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাজু মিয়াকেও (পিতা-আবন মিয়া, গ্রাম-বড়কাপন) ২৬ জুলাই গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আল আমিন, দিপংকর হালদার, নুর উদ্দিন আহমদ, শাহ আলম, রিফাত সিকদার, কবির আহমদ, এএসআই হুমায়ূন কবির বাহার ও কামাল উদ্দিনসহ সঙ্গীয় অফিসার ফোর্স অংশ নেন।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।