সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সীমান্তে ফের প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পন্য  জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ণ
সীমান্তে ফের প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পন্য  জব্দ

ডেস্ক নিউজ ::

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব চোরাচালান পণ্যের দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা ।

 

শুক্রবার ২৫ জুলাই  এবং শনিবার ২৬ জুলাই বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপি’র টহল দল এইসব মালামাল জব্দ করে।

 

বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের আওতাধীন বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর ও দমদমিয়া বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় স্মার্টফোন ডিসপ্লে, চকলেট, গরু এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়। পাশাপাশি, অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি নৌকাও আটক করা হয়।

 

এছাড়া শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার আলুটিলা এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবী লোশন, শাড়ি ও থ্রী পিস উদ্ধার করে।

অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৪২ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত সব চোরাচালানী পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের প্রতিটি ইঞ্চিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনার আলোকে সীমান্তরক্ষায় বিজিবি সবসময় সচেষ্ট। চোরাচালান, মাদক ও যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবি কখনো আপোষ করে না এবং ভবিষ্যতেও এই প্রয়াস আরও জোরদার করা হবে।’

 

বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে যেভাবে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করে তিনি সফলতা অর্জন করে চলেছেন, তা ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে। সীমান্ত রক্ষায় তার বলিষ্ঠ নেতৃত্ব আজ অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সীমান্ত এলাকার জনগণ ৪৮ বিজিবির এমন সক্রিয় ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন